হৃদয়ের টানে ছুটে চলি আমরা......

গুপ্ত বংশ

26/02/2011 03:54


1.গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
2.গুপ্ত সাম্রাজ্যের গোড়া পত্তন হয়?
3.গুপ্তযুগে বঙ্গের ভাগ কয়টি ছিল ?
4.গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা কে ছিলেন ?
5.গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে ?
6.সিংহ বিক্রম কার উপাধী ছিল?
7.অজান্তার গুহাচিত্র কোন যুগের সৃস্টি?
8.গুপ্ত বংশের কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হত ?
9.সর্ব প্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন?
10.ফা-হিয়েন কার সময়ে ভারতবর্ষ পরিভ্রমন করেন ?
11.ফা-হিয়েনের ভারত পরিভ্রমনের কারণ কি ছিল?
12.ফা-হিয়েন কত বছর ভারতবর্ষে অবস্থান করেন?
13.গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে কখন?
14.কখন সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করেন?
15.আলেকজান্ডারের গৃহ শিক্ষক কে ছিলেন?
——————————

1.উঃ শ্রী প্রথম চন্দ্রগুপ্ত।
2.উঃ ৩২০ খ্রিঃ পূর্বাব্দে।
3.উঃ দুটি।
4.উঃ প্রথম চন্দ্রবংশ গুপ্ত।
5.উঃ সমুদ্রগুপ্ত।
6.উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের।
7.উঃ গুপ্তযুগের।
8.উঃ সমুদ্রগুপ্তকে।
9.উঃ ফা-ইয়েন।
10.উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
11.উঃ বৌদ্ধ ধর্মপুস্তক ‘বিনায়াপিটক’ এর মূল রচনা সংগ্রহ করা।
12.উঃ তিন বছর।
13.উঃ স্কন্দগুপ্তের বিক্রমাদিত্যের জীবনাবসনে।
14.উঃ খ্রীস্টপূর্ব ৩২৭ অব্দে।
15.উঃ এরিস্টটল।

HTML Comment Box is loading comments...

free counters
Back

Search site

পরিচালনায়- নাজমুল হাসান >>>> সম্পাদনায়-আরাফাত রহমান রানা

obj=new Object;obj.clockfile="5031-blue.swf";obj.TimeZone="GMT0600";obj.width=145;obj.height=50;obj.wmode="transparent";showClock(obj);