হৃদয়ের টানে ছুটে চলি আমরা......

দিরাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রার্থীদের প্রচারণা জমজমাট

11/05/2011 21:00

দিরাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রার্থীদের প্রচারণা জমজমাট

আরাফাত রানা (শ্যামারচর)
সুনামগঞ্জের দিরাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা জমজমাটভাবে শুরু হয়েছে। ৯টি ইউনিয়ন নিয়ে দিরাই উপজেলা। নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ার জন্য গ্রাম থেকে গ্রামান্তরে গণসংযোগ শুরু করেছেন। সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন।
এখানে ভোটযুদ্ধ হয় ভাটি বাংলার দুই সিংহ পুরুষ বাবু সুরঞ্জিত সেন গুপ্ত এবং নাছির উদ্দিন চৌধুরীর সমর্থিতদের মধ্যে। নাছির উদ্দিন চৌধুরী এরই মধ্যে উপজেলার ৯টি ইউনিয়নে দলীয় প্রার্থী দেয়ার জন্য প্রতি ইউনিয়নে একটি করে সভা করেছেন। বিএনপি থেকে প্রার্থী হতে আগ্রহীদের তালিকা তৈরি করেছেন। দীর্ঘদিন পর ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে প্রচার প্রচারণাও অন্যান্য বছরের তুলনায় বেশি। প্রত্যেকটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যানরা আছেন প্রার্থী তালিকায়। তবে এ বছর তরুণ প্রজন্মের প্রার্থীরাই বেশি গণসংযোগ করছেন। এবারের প্রার্থী হতে যারা মাঠে আছেন তারা হলেন
১নং রফিনগর ইউনিয়নে আ’লীগ মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, জাহেদ মিয়া, অ্যাডভোকেট অভিরাম তালুকদার, জাহাঙ্গীর চৌধুরী বকুল মিয়া, বিএনপি মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান মাখন মিয়া প্রমুখ।
২নং ভটিপাড়া ইউনিয়নে আ’লীগ মনোনয়ন প্রত্যাশী সাবেক মঞ্জুরুল ইসলাম চৌধুরী লিটন। অন্যরা হলেন নবাব তালুকদার, আফজাল হোসেন, ফখরুল ইসলাম, মাহবুব চৌধুরী প্রমুখ।
৩নং রাজানগর ইউনিয়নে আ’লীগ থেকে মাঠে আছেন সাবেক চেয়ারম্যান আবদুল হক, শফিক মিয়া, সোমচাঁদ দাস, বিএনপি থেকে দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ কে কুদরত পাশা, মধু মিয়া, কালা মিয়া, রইছ মিয়া, স্বতন্ত্র প্রবাসী কামরুল, নওশেরান চৌধুরী প্রমুখ।
৪নং চরনারচর ইউনিয়নে রতি কান্ত দাস, আবদুল জলিল, ইমাম জলিল, তোরাব আলী, জগদীশ সামন্ত, সামছু তালুকদার, চন্দ্র বৈষ্ণব প্রমুখ।
৫নং দিরাই-সরমঙ্গল ইউনিয়নে সাবেক চেয়ারম্যান বাবুল চৌধুরী, আজিজুর রহমান ধনমিয়া ,আবুবকর, মোয়াজ্জেম হোসেন জুয়েল, এহছান চৌধুরী, অবিনাশ, রঞ্জিত দাস, সমীরণ সরকার প্রমুখ।
৬নং করিমপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার, আবদুর রহিম মাস্টার, শাহজাহান সরদার, প্রবাসী সেলিম সরদার, সাবেক চেয়ারম্যান দিপক চৌধুরী, করম উদ্দিন প্রমুখ।
৭নং জগদল ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আবু ইয়াহিয়া, আরকান মিয়া, লেচু মিয়া, সাবেক চেয়ারম্যান মখলেছুর রহমান লাল মিয়া, কামরুল হাসান, কবির মিয়া, তছর উদ্দিন, লাবলু মিয়া, নূরুজ্জামান চৌধুরী শশী প্রমুখ।
৮নং তাড়ল ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আকিকুর রেজা পুলিশ, আবদুল কুদ্দুস, সাবেক চেয়ারম্যান নূরুল হক, রুহুল আমীন, মির্জা হোসেন, সামছুল হক, আবদুস শহিদ প্রমুখ।
৯নং কুলঞ্জ ইউনিয়নের আহাদ মিয়া, আলাউর রহমান, মতিন মিয়া, সাবেক চেয়ারম্যান সুফি মিয়া, পবিত্র মোহন দাস, মিলন মিয়া, শফিকুর রহমান চৌধুরী টিটু, ইসহাক মেম্বার, একরার মিয়া প্রমুখ।
HTML Comment Box is loading comments...

free counters
Back

Search site

পরিচালনায়- নাজমুল হাসান >>>> সম্পাদনায়-আরাফাত রহমান রানা

obj=new Object;obj.clockfile="5031-blue.swf";obj.TimeZone="GMT0600";obj.width=145;obj.height=50;obj.wmode="transparent";showClock(obj);