হৃদয়ের টানে ছুটে চলি আমরা......

বাংলাদেশের কৃষি ও বনাঞ্চল

26/02/2011 04:02

1.কৃষি কাজের জন্য সর্বাপেক্ষা উপযোগী মাটি?
2.বাংলাদেশের মোট কৃষি জমির পরিমান কত?
3.বাংলাদেশের মোট চাষাবাদযোগ্য জমির পরিমান কত?
4.বাংলাদেশে চাষের অযোগ্য চাষের জমির পরিমান কত?
5.বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কি?
6.বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল কি ?
7.বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান?
8.পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান- ?
9.সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় কোন জেলায়?
10.রবি শস্য বলতে বুঝায়?
11.খরিপ শস্য বলতে বুঝায়?
12.বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান কত?
13.বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় কোন জেলাকে?
14.বাংলাদেশে বানিজ্যিকভাবে প্রথম কখন চা চাষ করা হয়?
15.গম গবেষণা কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
16.বাংলদেশের প্রথম চা বাগান কোনটি?
17.সবচেয়ে বেশী চা জন্মে কোন জেলায়?
18.বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
19.বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কত?
20.বাংলাদেশের সবচেয়ে বেশী রেশম উৎপন্ন হয়?
21.বাংলাদেশ রেশম বোর্ড কোথায় অবস্থিত?
22.বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশী তামাক জন্মে ?
23.বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশী তুলা জন্মে ?
24.বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি?
25.বাংলাদেশে ধান গবেষনা কেন্দ্রের সংক্ষিপ্ত নাম কি এবং কোথায় ?
26.ধুন্দল গাছের কাঠ থেকে কি প্রস্তুত করা হয় ?
27.কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয় ?
28.কোন জাতীয় গাছ সবচেয়ে বেশী বৃদ্ধি পায়?
29.ভাওয়াল বনাঞ্চল কোথায় অবস্থিত ?
30.মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কি ?
31.কোন গাছ কে সুর্যের কন্যা বলা হয় ?
32.দেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়?
33.বরেন্দ্র ভুমিতে কোন গাছ সবচেয়ে বেশি ?
34.দেশের প্রথম ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন কবে কোথায় উদ্ধোধন করা হয় ?
35.সুন্দরবন কোন দুটি দেশে বিস্তৃত?
36.বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি ?
37.সুন্দরবনের মোট আয়তন কত ?
38.বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় ?
39.উপকুলীয় সবুজ বেষ্টনীয় বনাঞ্চলে সৃজন করা হয়েছে ?
40.ক্রান্তীয় বনাঞ্চলের প্রধান গাছ হল কোনটি?
41.পরিবেশ রক্ষার ক্ষেত্রে কোন গাছটি ক্ষতিকারক?
42.কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল থাকা প্রয়োজন মোট ভুমির- ?
43.বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভুমির কত শতাংশ?
44.বাংলাদেশের বনভূমি কয়টি অঞ্চলে বিভক্ত?
45.একক হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভুমি কোনটি ?
46.বাংলাদেশের জাতীয় বননীতি কোন সালে প্রনীত হয়?
——————————-

1.উঃ পলি মাটি।
2.উঃ ২,০৪,৮৪,৫৬১ একর।
3.উঃ ১,৭৭,৭১,৩৩৯ একর।
4.উঃ ২৭,১৩,২২২ একর।
5.উঃ পাট।
6.উঃ চা।
7.উঃ চতুর্থ।
8.উঃ প্রথম।
9.উঃ ময়মনসিংহ।
10.উঃ শীতকালীন শস্যকে।
11.উঃ গ্রীষ্মকালীন শস্যকে।
12.উঃ ২১.৯১%।
13.উঃ বরিশাল।
14.উঃ ১৯৫৪ সালে।
15.উঃ দিনাজপুর।
16.উঃ সিলেটের মালনিছড়া।
17.উঃ মৌলভীবাজার জেলায়।
18.উঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে।
19.উঃ ১৫৯ টি।
20.উঃ চাঁপাই নবাবগঞ্জে।
21.উঃ চাঁপাই নবাবগঞ্জে।
22.উঃ রংপুরে।
23.উঃ যশোরে।
24.উঃ তিস্তা বাধ প্রকল্প।
25.উঃ ইজজও. গাজিপুর।
26.উঃ পেন্সিল।
27.উঃ গরান।
28.উঃ বাঁশ জাতীয় গাছ।
29.উঃ গাজীপুর জেলায়।
30.উঃ শাল বা গজারী।
31.উঃ তুলা গাছকে।
32.উঃ পার্বত্য বনাঞ্চল।
33.উঃ শাল গাছ।
34.উঃ ১৭ জানুয়ারী ২০০১, চন্দ্রনাথ পাহাড়ে।
35.উঃ বাংলাদেশ-ভারত।
36.উঃ বৈলাম গাছ।
37.উঃ ৬০১৭ বর্গ কি. মি।
38.উঃ চট্টগ্রামে।
39.উঃ ১০টি জেলায়।
40.উঃ শাল বা গজারী।
41.উঃ ইউক্লিপটাস।
42.উঃ ২৫ শতাংশ।
43.উঃ ১৭%।
44.উঃ ৩টি।
45.উঃ সুন্দরবন।
46.উঃ ১৯৭৯ সালে।

HTML Comment Box is loading comments...

free counters
Back

Search site

পরিচালনায়- নাজমুল হাসান >>>> সম্পাদনায়-আরাফাত রহমান রানা

obj=new Object;obj.clockfile="5031-blue.swf";obj.TimeZone="GMT0600";obj.width=145;obj.height=50;obj.wmode="transparent";showClock(obj);