হৃদয়ের টানে ছুটে চলি আমরা......

ফেইসবুকে ভিডিও চ্যাট করার দু’টি দারুন এপ্লিকেশন!

15/03/2011 14:15

ন্ধু এবং আত্বীয় স্বজনের সাথে যোগাযোগের প্রধান মাধ্যমগুলোর মধ্যে একটি এখন ফেইসবুক। দেশের বাইরে আসার পর অনেকের সাথেই আমার যোগাযোগের প্রধান মাধ্যম ফেইসবুক। ভয়েস এবং ভিডিও চ্যাট এর জন্য অন্য এপ্লিকেশন এতদিন ব্যবহার করলেও, এখন ফেইসবুকেই এসকল সুবিধা পাওয়া যাচ্ছে। ফেইসবুকে ভিডিও চ্যাট করার কিছু দারুন এপ্লিকেশন নিয়েই এই পোস্ট…

vChatter

অন্যান্য এপস গুলোর চাইতে এটিই আমার বেশি ভাল লেগেছে। এটি দিয়ে অনলাইনে থাকা বন্ধুদের সাথে চ্যাট করার পাশাপাশি রয়েছে আরেকটি মজার ফিচার। সেটি হচ্ছে র‍্যানডম চ্যাট। অর্থাৎ ঐ এপ্লিকেশন ব্যবহারকারী অন্যান্য সদস্যদের সাথে চ্যাট আপনি চ্যাট করতে পারবেন।

2011-03-13_231513আর এতে করে নতুন অনেকের সাথেই পরিচিত হতে পারবেন সরাসরি ভিডিও চ্যাট এর মাধ্যমে।

Tinychat

TinyChat এর কথা আপনারা অনেকেই শুনে থাকবেন। অনেকে হয়তো ব্যবহারও করেছেন। TinyChat এর একটি ফেইসবুক এপ্লিকেশন রয়েছে, যেটি ব্যবহার করে আপনি বন্ধুদের সাথে ভিডিও চ্যাট করতে পারেন।

2011-03-13_233258দুই মিলিয়ন এর বেশি ব্যবহারকারী রয়েছে এই ফেইসবুক এপটিতে। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এটি ব্যবহার করে গ্রুপ ভিডিও চ্যাট অথবা মিটিং করা যাবে। একই সাথে ১২ জন ব্রডকাস্ট করতে পারবেন। আর কি চাই? :D

তো আর দেরী কেন? আজই শুরু করে দিন ফেইসবুকে ভিডিও চ্যাট। তবে ইন্টারনেটের স্পীডও থাকতে হবে :P

HTML Comment Box is loading comments...

free counters
Back

Search site

পরিচালনায়- নাজমুল হাসান >>>> সম্পাদনায়-আরাফাত রহমান রানা

obj=new Object;obj.clockfile="5031-blue.swf";obj.TimeZone="GMT0600";obj.width=145;obj.height=50;obj.wmode="transparent";showClock(obj);