হৃদয়ের টানে ছুটে চলি আমরা......

আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি

06/03/2011 01:53

আমরা যখন এক্সপি ইন্সটল করি তখন আমাদেরকে পিসির সামনে বসে থাকতে হয় যতখন না এক্সপি ইন্সটলেশন শেষ হয়। কারণ ইন্সটলেশনের সময় আমাদেরকে কিছু কাজ করতে হয়-(যেমন:-সিডি কী, ইউজার নেম, কম্পিউটার নেম সহ আরো অনেক সেটিংস দিতে হয়। এই টিউনটি দেখার পর আপনাকে আর এক্সপি ইন্সটল করার সময় পিসির সামনে দীর্ঘক্ষণ বসে থাকতে হবে না অর্থাৎ আপনার অনুপস্থিতেই এক্সপি ইন্সটল সম্পন্ন হয়ে যাবে।

১)- প্রথমে nLite সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।

২)- এরপর nLite সফটওয়্যারটিকে ওপেন করুন এবং next-এ ক্লিক করুন।

5nmy5f আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি

৩)- এই সেকশনে ব্রাউজ করে এক্সপি এক্সপির বেকআপটি দেখিয়ে দিয়ে next ক্লিক করুন।

sbsb9w আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি

৪)- এরপর আবার Next-এ ক্লিক করুন এবং Task Selection সেকশনে Unattended -এ ক্লিক করে Next করুন। (Task Selection সম্পর্কে বিস্তারিত এখানে)

raagbd আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি

৫)- Unattended -এই সেকশনেই এক্সপি অটেমেটিক ইন্সটলের জন্য মূল কাজ করা হয়। । নিচে দেয়া হল: (Don’t click next button)

General:- এখানে নিচের ছবির মত সেটিংসগুলো সেট করে দিন।

1oaxc6 আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি

Users: – এখানে আপনি চাইলে Add-এ ক্লিক করে নতুন ইউজার তৈরি করতে পারেন এবং সেই ইউজারের পাসওয়াডও দিতে পারেন।যা এক্সপি লগঅন সময় দেখা যাবে। আর তা না করলে default রাখতে পারেন। (Don’t click next button)

egsi0n আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি

Owner and Network ID: – এখানে Computer Name, Workgroup, Full Name and Organization Name দিয়ে দিন। (Don’t click next button)

mt1bhy আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি

Regional: – এখানে কম্পিউটারের ভাষা ও টাইমজোন দিয়ে দিন। (Don’t click next button)

raohao আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি

Network Settings: – এখানে Default সেট করে দিন। (Don’t click next button)

205qi3m আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি

Desktop Theme: – এখানে আপনার এক্সপির জন্য থিম সেট করে দিতে পারেন। (Don’t click next button)

ei17hw আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি

Automatic Updates: – এখানে নিচের ছবির মত Disable সেট করে দিন। (Don’t click next button)

nq4xhw আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি

Display: – এখানে আপনার পছন্দ অনুয়ায়ী সেট করে অথবা Default রেখে দিণ। এরপর Next button এ ক্লিক করুন।

i6i7oz আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি

৬) এরপর yes -এ ক্লিক করলে আপনার দেওয়া সেটিংসগুলো সেট করে নেবে।

2lxhev আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি

এই জায়গায় সিডির টোটাল সাইজ দেখা যাবে । এরপর Next- এ ক্লিক করুন।

104f3hs আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি

৭) Bootable ISO: এখানে mode- এ Create Image সিলেক্ট করুন, Label-এ আপনার iso image এর নাম দিন, ISO Engine-এ Default সিলেক্ট করুন এবং Boot Sector-এ Default সিলেক্ট করে Make ISO-তে ক্লিক করুন এবং সেটি কোথায় সেভ হবে সেটি দেখিয়ে দিন। ISO image তৈরি হয়ে গেলে Finish এ ক্লিক করুন । এরপর ইমেজটি সিডিতে রাইট করুন।

24lpnig আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি

HTML Comment Box is loading comments...

free counters
Back

Search site

পরিচালনায়- নাজমুল হাসান >>>> সম্পাদনায়-আরাফাত রহমান রানা

obj=new Object;obj.clockfile="5031-blue.swf";obj.TimeZone="GMT0600";obj.width=145;obj.height=50;obj.wmode="transparent";showClock(obj);