হৃদয়ের টানে ছুটে চলি আমরা......

আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশ

26/02/2011 03:58

বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয় ?

বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি ?

সৌদিআরব কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ?

আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি ?

বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি ?

বাংলাদেশকে কবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় ?

বাংলাদেশকে জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয় ?

জাতিসংঘ সাধারন পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে ?

বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য ?

বাংলাদেশের কমনওয়েলথে যোগদানের প্রতিবাদে কোন দেশ কমনওয়েলথ ত্যাগ করেছিল ?

কবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহন করে ?

ফোবানা কি ?

বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান প্রথম জাতিসংঘ বাংলা ভাষায় বক্তৃতা করেন ?

বিশ্বের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশের সেনা মেডিকেল টিম সেবা প্রদান করে ?

ও, আই, সি একমাত্র কারিগর প্রশিক্ষন কেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছে ?

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জাতিসংঘের তত্ত্বাবধানে বর্তমানে কয়টি দেশে কর্মরত আছে ?

বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?

———————————

উঃ ভারত।

উঃ ভুটান।

উঃ ১৬ আগষ্ট, ৭৫।

উঃ ইরাক।

উঃ সুদান।

উঃ ১৯৮৬ সালে।

উঃ ৪১ তম।

উঃ হুমায়ন রশিদ চৌধুরী।

উঃ ৩২ তম।

উঃ পাকিস্তান।

উঃ ১ মার্চ ২০০০।

উঃ আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের বেসরকারী সংগঠন হলো ফোবানা।

উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

উঃ সিরিয়া, ১৯৭৩ সালে।

উঃ ঢাকায়।

উঃ ১০ দেশের ১০টি মিশনে।

উঃ ১৩৬ তম।

HTML Comment Box is loading comments...

free counters
Back

Search site

পরিচালনায়- নাজমুল হাসান >>>> সম্পাদনায়-আরাফাত রহমান রানা

obj=new Object;obj.clockfile="5031-blue.swf";obj.TimeZone="GMT0600";obj.width=145;obj.height=50;obj.wmode="transparent";showClock(obj);