হৃদয়ের টানে ছুটে চলি আমরা......

উইন্ডোজ ৭ এর জেনুইন এক্টিভিশন জনিত সমস্যার সমাধান

24/02/2011 00:23

প্রিয় ভাই ও বোনেরা,  আপনারা প্রায়ই দেখে থাকবেন windows 7 ইন্সটল এর কিছুদিন এর মধ্যেই স্ক্রীন টি কালো হয়ে ১তি শোকবার্তা চলে আসে । যেখানে লিখা থাকে  This copy of Windows 7 is not genuine.’ এবং শুধু তাই নয় আপনারা উইন্ডোজ টি হালনাগাদ (update) করার অপশন বন্ধ করে দিলেও মাঝে মাঝে এ সমস্যা হয়। যার ভুক্তভোগী আমি নিজেও।

এই সমস্যা থেকে আশু পরিত্রান পেতে আমরা কত কিই না করে থাকি। উইন্ডোজ নতুন করে reboot থেকে শুরু করে কত ধরনের registry key মুছে ফেলা এবং নানা জাতের ভাইরাস সম্পৃক্ত ক্র্যাক ফাইল ব্যবহার করা। কিন্তু এখন থেকে আর আপনাদের এই ঝামেলা পোহাতে হবে না । যারা windows 7 ব্যবহার করে geuine জনিত সমস্যায় জর্জরিত তাদের জন্য আমার এই সমাধান ।

আক্রান্ত উইন্ডোজ এ করনীয়ঃ

  • প্রথমেই আক্রান্ত উইন্ডোজ এর control panelprograms – programs and feature – install updates  থেকে  (KB971033) – এই আপডেট টি মুছে ফেলুন।(এই আপডেট টি সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসুন এই সাইটে -https://kb971033.com/)
  • অতঃপর নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন  RemoveWAT (ѕнσуєв ιмтєαz) .rar ফাইল.
  • ডাউনলোড লিঙ্কঃ https://tiny.cc/tevdx
  • ইমেজ ফাইলঃ https://tiny.cc/l8ux8
  • এই ফাইল টি ডাউনলোড করে রান করতে হবে। তারপর উপরোক্ত ইমেজ ফাইল অনুযায়ী Remove WAT বাটনে ক্লিক করুন।
  • অপেক্ষা করুন ২ মিনিট।
  • উইন্ডোজ পুনঃরায় চালু করুন।
  • দেখুন আপনার উইন্ডোজ থেকে শোক বার্তা টি উধাও হয়ে গেছে।
  • উইন্ডোজ এর জেনুইন সংক্রান্ত সমস্যা এভাবেই অতি সহজে সমাধান করা যায়।

ধন্যবাদ।

HTML Comment Box is loading comments...

free counters
Back

Search site

পরিচালনায়- নাজমুল হাসান >>>> সম্পাদনায়-আরাফাত রহমান রানা

obj=new Object;obj.clockfile="5031-blue.swf";obj.TimeZone="GMT0600";obj.width=145;obj.height=50;obj.wmode="transparent";showClock(obj);