হৃদয়ের টানে ছুটে চলি আমরা......

প্রথম হ্যাক-মুক্ত সফটওয়্যার উদ্ভাবন

07/03/2011 02:29

[ছবি: sel4-call-graph2901b.jpg]
সম্প্রতি অষ্ট্রেলিয়ার গবেষকরা দাবী করেছেন, তারা বিশ্বের প্রথম হ্যাক-মুক্ত সফটওয়্যার তৈরি করেছেন। এর ফলে কম্পিউটার ব্যবস্থাকে হ্যাকারদের কবল থেকে বাঁচানোর পাশাপাশি অনলাইন সুরক্ষা পাওয়া যাবে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, অস্ট্রেলিয়ার ওপেন কার্নেল ল্যাব (ওকে ল্যাব)-এর গবেষকরা এই সফটওয়্যারটি উদ্ভাবন করেছেন।

গবেষকরা এই সফটওয়্যারটির নাম দিয়েছেন ‘এসইএল৪’ মাইক্রোকার্নেল। ছোটো আকারের এই অপারেটিং সিস্টেম কার্নেলটি কম্পিউটার হার্ডওয়্যারের সঙ্গে সংযোগ নিয়ন্ত্রণ করে।

গবেষকরা জানিয়েছেন, এই কার্নেলের বৈশিষ্ট্য গাণিতিকভাবেই প্রমাণিত। এটি নির্ভরযোগ্য এবং সন্দেহজনক সফটওয়্যার চিনতে পারবে।

গবেষকরা আরো জানিয়েছেন, ‘এসইএল৪’ কার্নেল ব্যবহারে ডেটা সুরক্ষার নিশ্চয়তার কারণেই এটি ব্যাংকসহ বিভিন্ন আর্থিক নিরাপত্তায় ব্যবহার করা যেতে পারে।

HTML Comment Box is loading comments...

free counters
Back

Search site

পরিচালনায়- নাজমুল হাসান >>>> সম্পাদনায়-আরাফাত রহমান রানা

obj=new Object;obj.clockfile="5031-blue.swf";obj.TimeZone="GMT0600";obj.width=145;obj.height=50;obj.wmode="transparent";showClock(obj);