হৃদয়ের টানে ছুটে চলি আমরা......

বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা

26/02/2011 04:05

মহাখালী ফ্লাইওভারের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়?
মহাখালী ফ্লাইওভারটি গাড়িচলাচল করার জন্য খুলে দেয়া হয়?
মহাখালী ফ্লাইওভারের নির্মাণ ব্যয় কত?
মহাখালী ফ্লাইওভারের দৈর্ঘ্য ও প্রস্থ কত?
মহাখালী ফ্লাইওভারের ম্প্যানের সংখ্যা কতটি?
মহাখালী ফ্লাইওভারের র‌্যাপের দৈর্ঘ্য কত?
খিলগাঁও ফ্লাইওভারের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়?
খিলগাঁও ফ্লাইওভারটি গাড়িচলাচল করার জন্য খুলে দেয়া হয়?
খিলগাঁও ফ্লাইওভারের নির্মাণ ব্যয় কত টাকা?
খিলগাঁও ফ্লাইওভারের দৈর্ঘ্য ও প্রস্থ কত?
খিলগাঁও ফ্লাইওভারের নির্মাণ প্রতিষ্ঠান কে?
ভোমরা স্থল বন্দর কোথায় অবস্থিত ?
ঢাকা কলকাতা বাস সার্ভিস চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
ঢাকা কলকাতা বাস সার্ভিস পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করে?
ঢাকা কলকাতা বাস সার্ভিস চালু হয়?
ঢাকা কলকাতা বাস সার্ভিস বানিজ্যিক ভিত্তিতে চালু হয়?
ঢাকায় ট্যাক্সি ক্যাব চালূ হয়?
ঢাকা মহানগরীর পরিবেশ দূষন নিয়ন্ত্রণে পরিবেশ আদালত গঠন করা হয়?
ঢাকা আগরতলা বাস সার্ভিস পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করে?
ঢাকা আগরতলা বাস সার্ভিস বানিজ্যিকভিত্তিতে চালু হয়?
বাংলাদেশের কয়টি আন্ডারপাস রয়েছে?
রাজধানীতে টু স্ট্রোক ইঞ্জিন চালিত যানবাহন নিষিদ্ধ করা হয়?
বাংলাদেশের বৃহত্তম সড়ক সেতু কোনটি?
বঙ্গবন্ধু যমুনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে কবে?
বঙ্গবন্ধু যমুনা সেতুর উদ্বোধন করেন কে কবে?
বঙ্গবন্ধু যমুনা সেতুর নির্মান কাজ শুরু হয়?
বঙ্গবন্ধু যমুনা সেতুর নির্মান ব্যয় কত?
বঙ্গবন্ধু যমুনা সেতুর স্প্যানের সংখ্যা কতটি?
বঙ্গবন্ধু যমুনা সেতুর পিলার সংখ্যা কতটি?
বঙ্গবন্ধু যমুনা সেতুর পাইলের সংখ্যা কতটি?
বঙ্গবন্ধু যমুনা সেতু দৈর্ঘ্যে বিশ্বের কততম?
সর্বপ্রথম যমুনা সেতু নির্মাণের দাবী কে উত্থাপন করেন?
যমুনা সেতু নির্মাণে বঙ্গবন্ধু কবে জাপান সরকারের সহায়তা চান?
প্রথম কবে, কোথায় রেল পথ বসানো হয়?
রেলগাড়িতে প্রথম কি ইঞ্জিন বসানো হয়?
উপমহাদেশে কবে প্রথম রেল পথ চালূ হয়?
উপমহাদেশে রেল পথ চালু করেন?
বাংলাদেশে কবে প্রথম রেল পথ বসানা হয়?
ব্রিটিশ বাংলায় প্রথম রেলপথ বসানো হয় কোথায়?
বাংলাদেশে প্রথম রেলপথ বসানো হয় কোথায়?
কুষ্টিয়া পর্যন্তু রেলপথ চালু হয় কবে?
গোয়ালন্দ ঘাট পর্যন্তু রেলপথ চালু হয়েছিল কবে?
বাংলাদেশ রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত?
বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দপ্তর কোথায়?
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর কোথায়?
বাংলাদেশ রেলওয়ের পশ্বিমাঞ্চলীয় সদর দপ্তর কোথায়?
বাংলাদেশ রেলওয়ের কতটি স্টেশন আছে?
বাংলাদেশ রেলওয়ের কি কি ধরনের রেল লাইন আছে?
বাংলাদেশে রেলওয়ের ন্যারো গেজ রেল পথ কোথায় ছিল?
বাংলাদেশ রেলওয়ের কন্টেইনার সার্ভিস কবে চালু হয়?
বাংলাদেশ ভু-খন্ডে প্রথম মিটার গেজ রেলপথ কোনটি?
বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন কোনটি?
ঢাকা-নারায়নগঞ্জ রেলপথটি কবে চালু হয়?
বাংলাদেশের র্দীঘতম রেল সেতু কোনটি?
হার্ডিজ ব্রীজের দৈর্ঘ্য কত?
হার্ডিজ ব্রীজ চলাচলের জন্য উন্মূক্ত করা হয়?
হার্ডিজ ব্রীজের প্রকৌশলী কে ছিলেন?
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেল সেতু কোনটি?
ভৈরব ব্রীজের দৈর্ঘ্য কত?
ভৈরব ব্রীজ কবে চলাচলের জন্য খুলে দেয়া হয়?
কোন সড়ক সেতুতে রেল লাইন স্থাপন করা হয়?
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন সংস্থা কবে স্থাপিত হয়?
বাংলাদেশের শিপিং কর্পোরেশন কবে চালূ হয়?
বাংলাদেশের তেলবাহী জাহাজ কতটি?
বাংলাদেশে প্রথম বানিজ্য জাহাজ কোনটি?
বাংলাদেশের সামুদ্রিক বন্দর কয়টি?
বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর কোনটি?
চট্টগ্রাম সমুদ্র বন্দর কত সালে প্রতিষ্ঠিত হয়?
দেশে তৈরী প্রথম সমুদ্রগামী যাত্রীবাহী জাহাজ কোনটি?
জাহাজটি কবে বানিজ্যিকভাবে চলাচল শুরু করে?
বর্তমানে বাংলাদেশের স্থল বন্দর সংখ্যা কতটি ও কি কি?
বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ কবে গঠিত হয়?
বাংলাদেশের বেসামরিক বিমান সংস্থার নাম কি?
বাংলাদেশ বিমানের প্রতীক কি?
বাংলাদেশ বিমান সংস্থা কবে গঠিত হয়?
বাংলাদেশ বিমানের অভ্যন্তরীন ফ্লাইট কবে চালু হয়?
বাংলাদেশ বিমানের আন্তজাতিক ফ্লাইট কবে চালু হয়?
দেশে বর্তমানে কতটি বিমান বন্দর রয়েছে?
বাংলাদেশে কতটি আর্ন্তজাতিক বিমান বন্দর রয়েছে?
জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দর কবে চালু হয়?
বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলট কে?
ককপিট কি?
এয়ার লাইন কি?
এয়ার লাইনার কি?
বাংলাদেশে বেসরকারী হেলিকপ্টার চালনার অনুমোদন দেয়া হয়?
বাংলাদেশে বেসরকারী হেলিকপ্টার সার্ভিস চালু হয?
প্রধানমন্ত্রীর জন্য ব্যবহৃত হেলিকপ্টারটির নাম কি?
——————————–

উঃ ১৯ ডিসেম্বর, ২০০১।
উঃ ৪ নভেম্বর, ২০০৪।
উঃ ১১৩ কোটি ৫২ লক্ষ টাকা।
উঃ দৈর্ঘ্য – ৬৬৭.৭৪ মিটার ও প্রস্থ-১৭.৯০ মিটার।
উঃ ১৯ টি।
উঃ ১৭৭.৭১ মিটার।
উঃ ২ জুন, ২০০১।
উঃ ২৩ মার্চ, ২০০৫।
উঃ ৮১.৭৫ কোটি।
উঃ দৈর্ঘ্য – ১৯০০ মিটার ও প্রস্থ-১৪ মিটার।
উঃ বাংলাদেশ ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন লিঃ।
উঃ সাতক্ষিরা জেলায়।
উঃ ১৮ ফেব্রুয়ারী, ১৯৯৯।
উঃ ৬ এপ্রিল, ১৯৯৯।
উঃ ৬ জুন, ১৯৯৯।
উঃ ৯ জুলাই, ১৯৯৯।
উঃ ৫ জুলাই, ১৯৯৮।
উঃ ৪ মে, ১৯৯৭।
উঃ ১ জুলাই, ২০০১।
উঃ ১২ জুলাই, ২০০১।
উঃ ৩ টি। গুলিস্তান, কারওয়ান বাজার ও গাবতলী।
উঃ ১ সেপ্টেম্বর, ২০০২।
উঃ বঙ্গবন্ধু যমুনা সেতু, ৪.৮ কি.মি.
উঃ ১০ এপ্রিল, ১৯৯৪ (প্রধানমন্ত্রী খালেদা জিয়া)।
উঃ ২৩ জুন, ১৯৯৮ (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)।
উঃ ১৬ অক্টোবর, ১৯৯৪।
উঃ মোট ৩৯৩৮.৫৫ কোটি টাকা।
উঃ ৪৯ টি।
উঃ ৫০ টি।
উঃ ১২১ টি।
উঃ তৎকালীন ১১ তম কর্তমানে ১২ তম।
উঃ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
উঃ ১৯৭৩।
উঃ ১৮২৫ সালে, ব্রিটেনে।
উঃ বাষ্পীয় ইঞ্জিন।
উঃ ১৮৫৩ সালে।
উঃ লর্ড ডালহৌসী।
উঃ ১৮৬২ সালে।
উঃ হাওড়া থেকে চুচুঁড়া পর্যন্তু।
উঃ দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্তু।
উঃ ১৬ ফেব্রুয়ারী, ১৮৬৪ সালে।
উঃ ১৮৬৭ সালে।
উঃ ২ টি। পূর্বাঞ্চল ও পশ্বিমাঞ্চল।
উঃ ঢাকায়।
উঃ চট্টগ্রামে।
উঃ রাজশাহীতে (বর্তমানে ঢাকায়)।
উঃ ৪৫৫ টি। (২০০৫ পর্যন্তু)
উঃ ৩ ধরনের। ব্রড গেজ, মিটার গেজ ও মিশ্র গেজ।
উঃ রূপসা থেকে মংলা পর্যন্তু (বর্তমানে বন্ধ)।
উঃ ১৯৮৭ সালে।
উঃ ঢাকা-নারায়নগঞ্জ।
উঃ কমলাপুর স্টেশন, ৩০০০ ফুট/৯১৪ মিটার।
উঃ ৪ জানুয়ারী, ১৮৮৫ সালে।
উঃ হার্ডিজ ব্রীজ (পদ্ম নদীর উপর)।
উঃ ১৬৪৩.৩৪ মিটার/৫৩৮৮ ফুট।
উঃ ১৯১৫ সালে।
উঃ স্যার রবার্ট উইলিয়ামস গেলস।
উঃ ভৈরব সেতু (মেঘনা নদীর উপর)।
উঃ ৯১৬ মিটার।
উঃ ১৯৩৭ সালে।
উঃ বঙ্গবন্ধু যমুনা সেতুতে।
উঃ ১৯৫৮ সালে।
উঃ ১৯৭২ সালে।
উঃ ১২ টি।
উঃ বাংলার দুত।
উঃ ২ টি। চট্টগ্রাম ও মংলা।
উঃ চট্টগ্রাম।
উঃ ১৮৮৭ সালে।
উঃ কেয়ারী সিন্দাবাদ।
উঃ ১১ ফেব্রুয়ারী, ২০০৪।
উঃ ১৩ টি। বেনাপোল, ভোমরা, দর্শনা, সোনা মসজিদ, হিলি, বুড়িমারী, বাংলাবান্ধা, আখাউড়া, তামাবিল, হালুয়াঘাট, টেকনাফ, বিরল ও বিবির বাজার।
উঃ ২০০১ সালে।
উঃ বিমান বাংলাদেশ এয়ার লাইন্স।
উঃ বলাকা।
উঃ ৪ জানুয়ারী, ১৯৭২।
উঃ ৫ জানুয়ারী, ১৯৭২ (ঢাকা-চট্টগ্রাম)।
উঃ মার্চ, ১৯৭২ (ঢাকা-লন্ডন)।
উঃ ১৪ টি।
উঃ ৩ টি।
উঃ ৪ সেপ্টেম্বর, ১৯৮০।
উঃ কানিজ ফাতিমা রোকসানা।
উঃ বিমানের সম্মূখভাগে বিমান চালকের বসার স্থান।
উঃ বিমান চলাচলের নির্দিষ্ট পথ।
উঃ যাত্রীবাহী বৃহৎ বিমান।
উঃ ১৬ আগষ্ট, ১৯৯৩।
উঃ ৫ ডিসেম্বর, ১৯৯৯।
উঃ এম আই-১৭।

HTML Comment Box is loading comments...

free counters
Back

Search site

পরিচালনায়- নাজমুল হাসান >>>> সম্পাদনায়-আরাফাত রহমান রানা

obj=new Object;obj.clockfile="5031-blue.swf";obj.TimeZone="GMT0600";obj.width=145;obj.height=50;obj.wmode="transparent";showClock(obj);