হৃদয়ের টানে ছুটে চলি আমরা......

ভাষা অন্দোলন

26/02/2011 03:57

1.পাকিস্তান গন পরিষদে বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব আনেন?
2.উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে, কোথায় গৃহীত হয় ?
3.তমুদ্দিন মজলিস কি ? এটি কবে গঠিত হয় ?
4.উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে কবে কোথায় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ?
5.১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী কে ছিলেন ?
6.১৯৫২ র ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
7.প্রথম তৈরী ‘শহীদ মিনার’ কে উম্মোচন করেন ?
8.১৯৫২ র ভাষা আন্দোলনের শহীদের স্মরণে কবে কোথায় প্রথম শহীদ মিনার নির্মান করা হয় ?
9.‘উর্দু – উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’ এ কথাটি কে বলেছিলেন ?
10.কত সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়া হয় ?
————————————–

1.উঃ গন পরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত।
2.উঃ ডিসেম্বর, ১৯৪৭ সালে করাচিতে অনুষ্ঠিত শিক্ষা সম্মেলনে।
3.উঃ একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর।
4.উঃ ০২ ই ১৯৪৮ মার্চ।
5.উঃ নুরুল আমিন।
6.উঃ খাজা নাজিমউদ্দিন।
7.উঃ শহীদ শফিউরের পিতা।
8.উঃ ১৯৫২ সালের ২৩ শে ফেব্রুয়ারী।
9.উঃ মুহম্মদ আলী জিন্নাহ।
10.উঃ ১৯৫৬ সালে।

HTML Comment Box is loading comments...

free counters
Back

Search site

পরিচালনায়- নাজমুল হাসান >>>> সম্পাদনায়-আরাফাত রহমান রানা

obj=new Object;obj.clockfile="5031-blue.swf";obj.TimeZone="GMT0600";obj.width=145;obj.height=50;obj.wmode="transparent";showClock(obj);