হৃদয়ের টানে ছুটে চলি আমরা......

মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা

30/01/2011 03:49

সাব-সেক্টর জেলা মুক্তিযোদ্ধাদের তালিকা

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

১৯৪৭ সনে দ্বিজাতি-তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ বিভক্ত হয়অবৈজ্ঞানিক দ্বিজাতিতত্ব অসার প্রমাণিত হয়বাঙ্গালী জাতীয়তাবাদের উন্মেষ ঘটে১৯৭১ সনে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের জয় হয়পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ

সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বিপুল রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনারক্তমূল্যে স্বাধীনতায় সুনামগঞ্জ জেলার অবদান উল্লেখযোগ্য

স্বাধীনতা যুদ্ধে সুনামগঞ্জ জেলা ছিল জাতীয়ভাবে বিভক্ত সেক্টর-৫ এর অন্তর্গত৫নং সেক্টরের বিস্তৃতি মূলত সুনামগঞ্জ জেলা বা সাবেক সুনামগঞ্জ মহকুমা ব্যাপীসেক্টর কম্যান্ডার ছিলেন কর্ণেল মীর শওকত আলী

সুনামগঞ্জ জেলা স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ মুক্তিযুদ্ধের সূচনা থেকে শেষ পর্যন্ত গৌরবজ্জ্বল ভূমিকা পালন করেছেএকই ভাবে অবদান রেখেছে এ জেলার সংগ্রামী ছাত্র জনতা ও সর্বস্তরের জনগণঅনন্য উদাহারণ সৃষ্টি করেছে এ জেলার হাজার হাজার মুক্তিযোদ্ধা বার বার মোকাবিলা করেছে পাক হানাদার বাহিনীকেমুক্ত রেখেছে জেলার অধিকাংশ স্থান জেলায় মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছে কিছু পুলিশের লোক ও ই.পি.আর- এর লোকসর্বোপরি বেঙ্গল রেজিমেন্টের কয়েকটি কোম্পানীর সমন্বয়ে জেড-ফোর্স যুদ্ধ করেছে বীরদর্পেঅনেক রাজনৈতিক নেতা-কর্মী পালন করেছেন সংগঠকের গুরু দায়িত্ব তারই সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরা হলো


বালাট সাব-সেক্টরঃ প্রথম সাব-সেক্টর কম্যান্ডার ক্যাপ্টেন সালাহউদ্দিন (পরে লেঃ কঃ হয়ে অবসর নেন)পর সাব-সেক্টর কমান্ডার আগরতলা মামলাখ্যাত মেজর (অবঃ) এম. এ. মুত্তালিবতাছাড়া এখানে ছিলেন এস কে লালা বর্তমানে প্রকৌশলী হিসেবে কর্মরতএখানে মুক্তিযুদ্ধ পরিচালনায় ঘনিষ্ঠ সহযোগিতা করেছেন যারা তাঁরা হলেন দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরী, আলফাত উদ্দিন আহমদ, আব্দুল হাই, ডাঃ মকবিবর আলী, আব্দুল বারী, সৈয়দ দেলোয়ার হোসেন, আব্দুর রইছ, আছদ্দর আলী চৌধুরী প্রমুখ

 

সেলা সাব-সেক্টরঃ সাব-সেক্টর কম্যান্ডার ক্যাপ্টেন এ, এস হেলাল উদ্দিনএখানে ছিলেন লেঃ রউফ, পরে লেঃ কঃ হয়ে অবসর নেন, বর্তমানে ব্যবসায়ীএখানে লেঃ মাহবুবও ছিলেনতাঁদের যুদ্ধ পরিচালনায় ঘনিষ্ট সহযোগিতা করেছেন আঃ হক, এম.এন.এ. শহীদ চৌধুরী ও ইদ্রিছ আলী বীর-প্রতীক

ভোলাগঞ্জ সাব-সেক্টরঃ প্রথমদিকে সাব সেক্টর সংগঠিত করেন কয়েস চৌধুরীবর্তমানে বিদেশ অবস্থান করেছেনপরে তদস্থলে কাজ করেন মদরিছ আলী বি. এ. বর্তমানে কোম্পানীগঞ্জের উপজেলা চেয়ারম্যানসাব-সেক্টর কম্যান্ডার নিযুক্ত হয়ে আসেন লেঃ তাহির উদ্দিন আখঞ্জী (পরে মেজর হয়ে অবসর নেন) বর্তমানে বি.আর.টি.সি- তে দায়িত্বশীল পদে কর্মরত আছেনএখানে লেঃ এস.এম. খালেদও ছিলেনতিনি জিয়া হত্যাকান্ডের পর থেকে নিরুদ্দেশএদের যুদ্ধ পরিচালনায় ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেন ডাঃ হারিছ আলী, বর্তমানে ব্যক্তিগত চিকিসা পেশায় রত


টেকেরঘাট সাব-সেক্টরঃ সাব-সেক্টর কমান্ডার প্রথম দিকে বাবু সুরঞ্জিত সেনগুপ্ত এম.পি.এ. এবং পরে মেজর মোসলেম উদ্দিন (প্রকাশিত মেজর দীন)যুদ্ধ পরিচালনায় ঘনিষ্ঠ সহযোগিদের মধ্যে রয়েছেন হোসেন বখত, আব্দুজ জহুর, আলী ইউনুছ, সালেহ চৌধুরী, নজির হোসেন, ডাঃ নজরুল হক, মাহফুজ ভূঞা প্রমূখ

 

মহেষখলা সাব-সেক্টরঃ মহেষখলা ভৌগোলিকভাবে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়কিন্তু মুক্তিযুদ্ধের সময় এটা ছিল নেত্রকোনা জেলার সাথে সংযুক্তজনাব আঃ হেকিম চৌধুরী মহেষখলায় মুক্তিযুদ্ধ সংগঠিত করেন

উপরে

এছাড়া জেড ফোর্সের ৩য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অক্টোবর মাসে ছাতকে পাক বাহিনীকে আক্রমন করেএদের নেতৃত্বে ছিলেন মেজর শাফায়েত জামিল, পরে কর্ণেল হয়ে অবসর নেনএই ৩য় বেঙ্গলের ৪টা কোম্পানী কমান্ড করতেন কঃ আনোয়ার হোসেন, বর্তমানে ব্রিগেডিয়ার ও চীনে সামরিক এটাচে হিসেবে কর্মরত

ক্যাপ্টেন আকবর হোসেনও ছাতকযুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখেনপরে কর্ণেল হয়ে অবসর নেন এবং জিয়ার অধীনে মন্ত্রী হনক্যাপ্টেন মহসীন উদ্দিন আহমদ (পরে ব্রিগেডিয়ার) জিয়া হত্যায় মৃত্যুদন্ড প্রাপ্তলেঃ নূরন্নবী খান পরে মেজর হয়ে অবসর নেন, বর্তমানে ব্যবসায়ী তাছাড়া ছাতক যুদ্ধে অংশ নেন লেঃ মঞ্জুর, পরে মেজর হয়ে অবসর নেনবর্তমানে বিদেশে আছেনলেঃ ফজলে হোসেন পরে লেঃ কঃ হন এবং জিয়া হত্যা মামলায় মৃত্যু দন্ড প্রাপ্ত

উৎস্যঃ মোহাম্মদ আলী ইউনুছ কর্তৃক সম্পাদিত ১৯৯০ সালে প্রকাশিত ‘‘মুক্তিযুদ্ধে সুনামগঞ্জ’’ গ্রন্থ।

 

জেলা মুক্তিযোদ্ধাদের ভোটার তালিকা জানতে নিচের ডলুরা শহীদ স্মৃতিশৌধ ছবিটির উপর ক্লিক করুন

 

 

 

HTML Comment Box is loading comments...

free counters
Back

Search site

পরিচালনায়- নাজমুল হাসান >>>> সম্পাদনায়-আরাফাত রহমান রানা

obj=new Object;obj.clockfile="5031-blue.swf";obj.TimeZone="GMT0600";obj.width=145;obj.height=50;obj.wmode="transparent";showClock(obj);