হৃদয়ের টানে ছুটে চলি আমরা......

লিওনার্দো দা ভিঞ্চির সেরা সব ছবি গুলো

09/07/2011 00:25

ছবিগুলো পর্যায়ক্রমে লিওনার্দো দা ভিঞ্চির জীবনকালে যে ক্রমান্বয়ে অঙ্কিত হযেছিল সেই ভাবেই দিলাম্ এতে করে তার আঁকানোর ধারাটাও আপনার বুঝতে পারবেন।



undefined

এই ছবিটির নাম "ম্যাডোনা উইথ ফ্লাওয়ার"। ১৪৭৮ সালে দা ভিঞ্চি এই তৈলচিত্রটি অংকন করেন কলম আর কালি দিয়ে। বর্তমানে এটি রক্ষিত আছে লুভর জাদুঘরে। এই ছবিটিরও কয়েকটি খসড়া প্ওয়া পাওয়া যায়।




"ম্যাডোনা উইথ ফ্লাওয়ার": খসড়া- ০১




"ম্যাডোনা উইথ ফ্লাওয়ার": খসড়া- ০২






এই বিখ্যাত ছবিটির নাম "অ্যাডোরেশন অফ ম্যাজাই"। ১৪৮১-৮২ সালে ভিঞ্চির আঁকানো এই তৈল চিত্রটি আছে ফ্লোরেন্সের
Galleria degli Uffizi গ্যালারীতে।
এই ছবিটি আকাঁনোর সময় তার আরো ২টা এই ছবিরই খসড়া পাওয়া যায়। ছবি সংগ্রাহকরা রেখে দিতে পারেন খসড়াগুলো। কারন মূল ছবির মতই দুস্প্রাপ্য এই খসড়া ছবি গুলোও।



"অ্যাডোরেশন অফ ম্যাজাই": খসড়া-০১





"অ্যাডোরেশন অফ ম্যাজাই": খসড়া-০২






vitruvian নামের এই চবিটি তিনি আঁকেন ১৪৯২ সালে। ৩৪৩২৪৫মি.মি এর এই ছবিটি তিনি আঁকেন
কলম, কালি, watercolour এবং metalpoint দিয়ে। বর্তমানে এটি সংরক্ষিত আছে ভেনিসের Gallerie dell'Accademia গ্যালারীতে।







এই ছবিটির পরিচয় নতুন করে দেয়ার কিছু নেই। বিখ্যাত "দ্যা লাস্ট সাপার" ছবিটি এটি। ১৪৯৮ সালে মিশ্র পদ্ধতিতে ৪৬০x ৮৮০ সে.মি. দৈর্ঘ্যের এই ছবিটি তিনি আঁকান মিলানের "Convent of Santa Maria delle Grazie" এর দেয়ালে। পরবর্তীতে এই ছবিটির আরেকটি প্রতিকৃতি তিনি আকেঁন। সেটিও দিয়ে দিলাম লিওনার্দো ভক্তদের জন্য্।




"দ্যা লাস্ট সাপার ২"


এই ছবিগুলো আঁকানোর সময় তিনি কিছু খসড়া করেছিলেন। যা আজ শিল্পবোদ্ধাদের অবাক করে দেয় তার অধ্যবসায় দেখে। সেগুলোও উপস্থাপন করছি।



"দ্যা লাস্ট সাপার": খসড়া-০১




"দ্যা লাস্ট সাপার": খসড়া-০২




"দ্যা লাস্ট সাপার": খসড়া-০৩


undefined

"দ্যা লাস্ট সাপার": খসড়া-০৪




undefined

ছবিটির পরিচয় দেয়ার কি দরকার আছে?১৫০৩-১৫০৫ সালের মধ্যে আঁকা এই ছবিটি বর্তমানে রক্ষিত আছে ফ্রান্সের লুভর মিউজিয়ামে।
৭৭x ৫৩ সে.মি. এর এই তৈলচিত্রটি আজো রহস্য আর আগ্রহের কেন্দ্রবিন্দুতে।





undefined

এই ছবিটির নাম "লিডা"। এই নারী চরিত্রটি ম্যাডোনার মত বিখ্যাত না হলেও একাধিক ছবির বিষয়বস্তু হিসেবে বুঠে এসেছেন লিওনার্দোর তুলির আচড়ে।১৫০৩-১৫০৭ সালে এই ছবিটি তিনি একেঁছিলেন কালো চক, খলম আর কালি দিয়ে। ১৭৭x১৪৭মি.মি. এর এই ছবিটি বর্তমানে সংরক্ষিত আছে Royal Library, Windsor এ। এই ছবিটিরও একাধিক খসড়া পাওয়া যায়। যার কোন কোনটি বলা চলে পূর্ণাঙ্গ চিত্রই। খসড়াগুলো দিয়ে দিলাম শিল্পপিপাসুদের জন্য।


undefined

"লিডা": খসড়া-০১


undefined

"লিডা": খসড়া-০২


undefined

"লিডা": খসড়া-০৩


undefined

"লিডা": খসড়া-০৪




undefined

ব্লগে এই চবিটি অনেকেই হয়তো দেখেছেন। জানি অনেকে বেশ অবাকও হচ্ছেন। ছবিটির পরিচয় দেই। Female head বা La Scapigliata
নামে পরিচিত এই ছবিটি লিওনার্দো আঁকান ১৫০৮ সালে।
২৭x ২১ সে.মি. এর এই ছবিটি বর্তমানে সংরক্ষিত আছে পার্মার
Galleria Nazionale গ্যালারীতে।




undefined

এই বিখ্যাত ছবিটির নাম "সেইন্ট জন"। ১৫০৮-১৫ সালে আঁকানো এই ছবিটি লাল চক দিয়ে আঁকানো।২৪x১৮ সে.মি এর আঁকানো এই ছবিটি বর্তমানে সংরক্ষিত আছে Formerly Museo del Sacromonte, Varese তে। এই ছবিটিরও ১টা খসড়া পাওয়া যায় পরবর্তীতে।


undefined

"সেইন্ট জন": খসড়া-০১



লিওনার্দো গীর্জা ও রাজপ্রাসাদের দেয়ালে চিত্রাঙ্কন এবং রাজকীয় ব্যাক্তিবর্গের ভাস্কর্য নির্মাণের পাশাপাশি বেসামরিক ও সামরিক প্রকৌশলী হিসাবে বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান জ্ঞানের প্রয়োগ, অঙ্গব্যাবচ্ছেদবিদ্যা, জীববিদ্যা, গণিত ও পদার্থবিদ্যার মত বিচিত্র সব বিষয়ের ক্ষেত্রেতিনি গভীর অনুসন্ধিৎসা প্রদর্শন করেন এবং মৌলিক উদ্ভাবনী শক্তির পরিচয় দেন। তার ই কিছু নমুনা নিচে দেখুন,


undefined

এই ছবিটির গল্প আমরা অনেক শুনেছি। লিওনার্দো পাখির ওড়া পর্যবেক্ষন করে হেলিকপ্টার জাতীয় উড়োযানের ডিজাইন করেছিলেন। এই সেই বিখ্যাত পাখির ওড়া পর্যবেক্ষন নিয়ে তার নিজের আঁকানো গবেষনার একটি পৃষ্টা। কলম আর কালিতে আঁকানো ২১০x ১৫০মি.মি. এর এই পৃষ্ঠাটি রক্ষিত আছে তুরিনের Biblioteca Reale তে।


undefined



undefined

আমি নিজে খুব অবাক হযেছি এই ছবি ২টা দেখে।এতটাই অদ্ভুত নিখুঁত এইগুলো যে, তা বুঝবার জন্য মেডিকেলে পড়তে হয় না। দুটি ছবিই সংরক্ষিত আছে মিলানের Biblioteca Ambrosiana এ।







তথ্যসূত্রঃ
উইকিপিডিয়া Click This Link
ইউরোপিয়া.ইউ https://www.ec.europa.eu/education
লিওনার্দো.নেট https://www.leonardo.net/
আর্ট সাইক্লোপিডিয়া.কম https://www.artcyclopedia.com
ওয়েব গ্যালারী অফ আর্ট https://www.wga.hu/
মুক্তমনা https://www.mukto-mona.com/

HTML Comment Box is loading comments...

free counters
Back

Search site

পরিচালনায়- নাজমুল হাসান >>>> সম্পাদনায়-আরাফাত রহমান রানা

obj=new Object;obj.clockfile="5031-blue.swf";obj.TimeZone="GMT0600";obj.width=145;obj.height=50;obj.wmode="transparent";showClock(obj);