হৃদয়ের টানে ছুটে চলি আমরা......

শব্দ শুনে বুঝে নিন কম্পিউটারের কি সমস্যা

29/01/2011 01:23

আমরা যখন কম্পিউটারের পাওয়ার বাটন চাপ দিয়ে কম্পিউটার চালূ করি। লক্ষ্য করবেন মাঝে মধ্যে একেক ধরনের বিপ দিয়ে থাকে। বিপ অর্থাৎ শব্দ। যেমন ১ বিপ, ১টানা বিপ, ১ বিপের পর ১টানা বিপ ইত্যাদি। কম্পিউটারের এমন কিছু সমস্যা আছে যা আমরা শব্দ শুনেই বুঝতে পারি। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো:

১) ১টি ছোট বিপ হলে বুঝতে হবে কম্পিউটার ঠিক আছে এবং সঠিক উইন্ডোজে অন্যান্য সমস্যা না থাকলে ঠিকমতো চালু হবে।
২) ২টি ছেট বিপ হলে বুঝতে হবে এমন কিছু সমস্যা আছে যা, মনিটরে ডিসপ্লে করবে।
৩) কোন বিপ নেই  হলে বুঝতে হবে পাওয়ার সাপ্লাই বা মাদারবোর্ডে সমস্যা আছে।
৪) ১ টানা ছোট বিপ হলে হলে বুঝতে হবে পাওয়ার সাপ্লাই বা মাদারবোর্ডে সমস্যা আছে।
৫) ১টি বড় ও ১টি ছোট বিপ হলে বুঝতে হবে RAM এ সমস্যা আছে।
৬) ১টানা বিপ হলে বুঝতে হবে RAM এ সমস্যা আছে।
৭) ১টি বড় ও ৩টি ছোট বিপ হলে বুঝতে হবে গ্রাফিক্স কার্ডে সমস্যা আছে।

HTML Comment Box is loading comments...

free counters
Back

Search site

পরিচালনায়- নাজমুল হাসান >>>> সম্পাদনায়-আরাফাত রহমান রানা

obj=new Object;obj.clockfile="5031-blue.swf";obj.TimeZone="GMT0600";obj.width=145;obj.height=50;obj.wmode="transparent";showClock(obj);