হৃদয়ের টানে ছুটে চলি আমরা......

শিকড় ২০০০ শুভ সম্ভাবনায় পুনরায় পথ চলা শুরু করল...।

02/09/2011 23:55

শিকড় ২০০০ ( আত্মিক ও সামাজিক বন্ধন ) শুভ সম্ভাবনায় পুনরায় পথ চলা শুরু করল...

আসসালামু আলাইকুম প্রিয় পাঠকদ্বয়...।। আবারও ঈদ মোবারক। অতি আনন্দের সাথে জানাতে চাই যে, আমাদের বহুল আলোচিত ও প্রিয়,

শিক্ষা ও বিনোদন মূলক অনুষ্ঠান শিকড় ২০০০ শুভ সম্ভাবনায় পুনরায় পথ চলা শুরু করল। এ বিষয়ে গত ০১/০৯/২০১১ ইং সন্ধ্যা ৭.০০ টায়

স্থানীয় শ্যামারচরে ফ্রেন্ডস কম্পিউটার একাডেমীতে একজাক তরুন উদীয়মান ছাত্র ও কর্মশীল ব্যাক্তি বর্গের দৃঢ় প্রত্যয়ে আবারও

শিকড় ২০০০ পুনরায় শুরু করার লক্ষ্যে এক গোলটেবিল বৈঠক করেন। উক্ত বৈঠকে এলাকার তরুন সহ বাংলাদেশের ভিবিন্ন

শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত এলাকার শিক্ষার্থী ও শিকড় ২০০০ এর সাবেক কেন্দ্রীয় ও স্থানীয় কমিটির সদস্যদের উপস্থিতিও ছিল

চোখে পরার মত। বৈঠকে শিকড় এর উৎপত্তি , সফলতা ও মাজে তার ধস নামার পর্যালোচনাও করেন । উক্ত বৈঠকে আলোচনায় অংশগ্রহন করেন

শ্যামারচরের কথা ফোরামের পরিচালক ও সাবেক শিকড় ২০০০ কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হাসান, দিবাকর মোদক, প্রশান্ত কুমার দাস।

সবচাইতে আনন্দদায়ক বিষয় হল সুদূর ইংল্যান্ড থেকে ফোনের মাধ্যমে উক্ত মিটিং এ অংশ গ্রহন করেন, আমাদের প্রিয় মুখ ও অতি পরিচিত

ডাল্টন তালুকদার। এবং সাবেক শিকড়ের আরেক প্রাণ,যিনি শিকড়ের সব কয়টি বিষয়েই নিজেকে উৎসর্গ করতেন সবার আগে রুবেল শংকর...। 

তরুনরাও ছিল বহুলাংশে , এর মধ্যে ধ্রুব রঞ্জন রায়, শুব্রত রঞ্জন শচিন, সাহাঙ্গির আলম, ময়নুল হাসান, আরাফাত ইসলাম সায়হাম, ইমরুল হাসান,

রনি শেখ, আবুল খায়েরসহ আরও অনেকেই। সর্ব সাধারনের মত ব্যাক্ত করে শিকড় শিক্ষা বৃত্তির পুনরাবিত্তির লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট এক যোগাযোগ

কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির মাধ্যমে আমরা আগামী ঈদুল আযহায় স্থানীয় ও দুরবর্তি ভাই বন্ধুদের কে নিয়ে শ্যামারচরে শিকড়ের পূর্ণাজ্ঞ

কমিটি গঠন করা হবে। এতে আমরা সবাই নিজেদের উদারতা প্রকাশ করে আবারও শিকড়কে জাগিয়ে তুলতে চাই... এই কামনায়

আমি/আমরা করছি সবার কাছে...।। 

সবার সুন্দর ও সুখময় জীবন কামনায় আজ এই পর্যন্তয়।। শিকড়কে ঘিরে আপনার মতামত,তথ্য প্রকাশ করুন আমাদের শ্যামারচরের কথা ফোরামে (কথোপকথন) মেন্যুতে ।

HTML Comment Box is loading comments...

free counters
Back

Search site

পরিচালনায়- নাজমুল হাসান >>>> সম্পাদনায়-আরাফাত রহমান রানা

obj=new Object;obj.clockfile="5031-blue.swf";obj.TimeZone="GMT0600";obj.width=145;obj.height=50;obj.wmode="transparent";showClock(obj);