হৃদয়ের টানে ছুটে চলি আমরা......

শিকড় ২০০০ ( অজানা কিছু কথা )

01/01/2012 02:02

শিকড় ২০০০

হুল উদ্দীপনায় স্থানীয় যুবক সমাজের ফেলে আসা একটি নেটওয়ার্ক । যা থেকে আমরা অনেক কিছু অর্জন করেছিলাম। বন্ধুত্ব, ভালবাসা, আর বিনোদনের মুল তাৎপর্য। আজ যা আমাদের কাছে অতিত। অনেক ত্যাগ আর পরিশ্রমের ফসল যার নামকরন হয় শিকড় ২০০০ । যা আমাদের হৃদয়ে আজও নাড়া দেয়। তারই হাত ধরে আমরা পুনরায় স্বপ্ন দেখি শিকড় ২০০০ এর। তাই জেগে উঠি আমরা তুমুল উদ্দীপনায় । যোগাযোগ করি সমাজের সচেতন মানুষের সাথে। সকলের মতানুসারে আশা জাগে শিকড় ২০০০ এর পুনজন্মের। প্রায় ২/৩ মাস সময়ের মধ্যে সকল শ্রেণীর মানুষের সাড়া পাই। আয়োজন হয় মিটিংএর । ৯ সদস্য বিশিষ্ট যোগাযোগ কমিটি গঠন করা হয়। ব্যাস এখানেই থেমে যায় সব কোন প্রকার আশানুরুপ ফল প্রকাশিত হয়নি আজও। নিদিষ্ট সমেয়ের চাইতেও অনেক সময় বিগত প্রায়। তবুও উক্ত কমিটির কোন কিছুই আমরা জানতে পারিনি। জানতে পারিনি তাদের দায়িত্বের ফল। উক্ত কমিটির ২/৩ জন আমাকে তাদের অবস্থানের কথা জানিয়ে ছেন। যা থেকে বুঝতে পারলাম আমাদের আহব্বায়ক মহোদয়ের অসচেতনার কথা। ফোন করেও পাওয়া যায়নি তার কোন সুর। তিনি উক্ত কমিটির সদস্যদের ফোন রিসিব করছেননা। কেন এলোমেলো হচ্ছে তা আমরা জানতে পারছিনা। সঠিক তত্য প্রকাশে শিকড় ২০০০ এর সকল সদস্য বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি।

আমরা আশা রাখি সকল সমস্যার অবসান ঘটিয়ে পুনরায় শিকড় ২০০০ এর মূল কার্যক্রমে ফিরে আসব সে প্রত্যাশা সবার কাছে...।।

                                                           “ জয় হোক শিকড়ের
                                                          অবসান হোক দুশচক্রের “

 

HTML Comment Box is loading comments...

free counters
Back

Search site

পরিচালনায়- নাজমুল হাসান >>>> সম্পাদনায়-আরাফাত রহমান রানা

obj=new Object;obj.clockfile="5031-blue.swf";obj.TimeZone="GMT0600";obj.width=145;obj.height=50;obj.wmode="transparent";showClock(obj);